মঙ্গলবার ● ১৯ জুলাই ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট নগরীতে প্রকাশ্যে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা
সিলেট নগরীতে প্রকাশ্যে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট নগরীতে শক্রতার জেরে প্রকাশ্যে সাংবাদিকের উপর হামলা চালিয়েছে একদল চিহিৃত সন্ত্রাসী।
গত রবিবার ১৭ জুলাই নগরীর বন্দরবাজার এলাকার পড়শী রেস্টুরেন্টের সামন থেকে প্রকাশ্যে নির্যাতন করে রংমহল টাওয়ারের পূর্ব পাশে পুরাতন জেলের পরিত্যাক্ত কোয়াটারের ঘরে নিয়ে এ হামলা করেন সন্ত্রাসী হানিফ সহ তার সহযোগীরা।
জানা গেছে, সন্ত্রাসী হানিফ ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ সহ এসএমপি কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ করেন এবং সাইবার ট্রাইব্যুনালে গত ৩০ জুন মামলা নং- ৯৮/২২ দায়ের করেন দৈনিক সোনালী সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার (ক্রাইম) রায়হান হোসেন।
এই শক্রতার জেরে সন্ত্রাসী হানিফ তার লোকজন নিয়ে প্রকাশ্যে এ হামলা চালায়। পরে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রায়হানকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠান। আহত রায়হান বর্তমানে হাসপাতালের ২৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন।
এঘটনায় সাংবাদিক রায়হানের পরিবারের পক্ষে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিশ্বনাথে ইলিয়াস সন্ধান কামনায় উপজেলা বিএনপির দোয়ামাহফিল
বিশ্বনাথ :: কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সাংসদ নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে আজ রবিবার বাদ আসর দলীয় কার্যালয়ে দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনায় করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী লোকমান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলতাফ হোসেন, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক কদর আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন মেম্বার, সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, পৌর বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক হাসমত আলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবুল মিয়া, উপজেলা বিএনপির সদস্য আবদুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সাইদুর রহমান রাজু, আফিজ আলী, বাবুল আহমদ সুমন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সাঈদ আহমদ, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল মিয়া, যুগ্ম-আহবায়ক আরশ আলী, এম এ গণি, বিলাল আহমদ, সদস্য সুহেল আহমদ, পৌর যুবদলের যুগ্ম,-আহবায়ক শাহ লিলু মিয়া, নাজিম উদ্দিন, টিপু,উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এনামুল হক, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল রেজা, উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাইয়ুম, ছাত্রদল নেতা রুমন আহমদ, রায়হান আলী প্রমুখ।