মঙ্গলবার ● ১৯ জুলাই ২০২২
প্রথম পাতা » অর্থনীতি » পাটের গৌরবময় অতীত ফেরার অপার সম্ভাবনা
পাটের গৌরবময় অতীত ফেরার অপার সম্ভাবনা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: এক সময়ের প্রধান অর্থকারী ফসল পাট চাষে কৃষক দুরাবস্থার সম্মুখীন হলেও চলতি মৌসুমে শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলায় এবার ২৪০ হেক্টর জমিতে হচ্ছে পাট চাষ করা হয়েছে। বিশ্বব্যাপী সোনালি পাটের গৌরবময় অতীত হারিয়ে গেলেও এ উপজেলায় আবার নতুন করে পাটের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
এদিকে চলতি মৌসুমে উপজেলায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। টানা কয়েক বছর ধরে সোনালি আঁশের মূল্য ভালো পাওয়ায় পাট চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন স্থানীয় কৃষকরা। ফলে এ বছরেও ব্যাপক হারে পাট চাষ করেছেন আত্রাইয়ের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে পাটের বাম্পার ফলন ও ভালো দামের স্বপ্ন দেখছেন উপজেলার প্রান্তিক কৃষকরা।
সরজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ এখন সবুজের সমারোহ। পাটের সবুজ পাতার সঙ্গে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন।
এ ব্যাপারে উপজেলার সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের কৃষক আজাদ প্রামানিক বলেন, এ বছর আমি তিন বিঘা জমিতে পাট চাষ করেছি। আবহাওয়া ভালো থাকায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আশা করছি, এ বছরও পাটের ভালো দামও পাব।
এ ব্যাপারে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের কৃষক সাজ্জাদুল ইসলাম বলেন, আমি দুই বিঘা জমিতে পাট চাষ করেছি। আশা করছি এবার ফলন ভালোই হবে। তবে পাটের ন্যায্যমূল্য পেলে কৃষকরা অনেক লাভবান হবেন।
উপজেলার বিশা ইউনিয়নের হরিশপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, আমি কয়েক বছর ধরে পাট চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কিন্তু ভরা মৌসুমে পাটের বাজার মূল্য কম থাকে। এ সময় ব্যবসায়ীরা কম দামে পাট কিনে মজুত করে রেখে পরবর্তী সময়ে অনেক বেশি দামে বিক্রি করেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাওছার হোসেন জানান, আত্রাই উপজেলায় এ বছর ২৯৫ হেক্টর জমিতে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও মাঠ পর্যায়ে প্রায় ২৪০ হেক্টর জমিতে চাষ করেছেন কৃষকরা। তিনি আরো বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছরও পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
আত্রাইয়ে ধর্ষণ ও মাদক মামলার ৭ আসামী আটক
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে ধর্ষণ ও মাদক মামলার সাত আসামীকে আটক করেছে থানা পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের সোমবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত ধর্ষণ মামলার আসামী হলো উপজেলার বিলগলিয়া গ্রামের আয়েজ মোল্লার ছেলে কামরুজ্জামান, মাদক মামলার শুটকিগাছা গ্রামের মৃত কাশেমের ছেলে বেলাল, ভরতেতুলিয়া গ্রামের ইনতাজের ছেলে ইকতেখার আলম বিলাশ। এছাড়া ওয়ারেন্টভুক্ত মামলার আসামী হলো সন্যাসবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে রেজাউল প্রাং, হাটকালুপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে শাহিন, কেশবপাড়া গ্রামের শুকচান প্রামানিকের ছেলে এনতাজ মুনহর ও একই গ্রামের খোদাবক্্েরর স্ত্রী রিতা বেগম।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্ষণ, মাদক ও ওয়ারেন্টভুক্ত সাত আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার সকালে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।