শনিবার ● ১৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » খেলাধুলা » ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা
ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলা। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের বেড়াদী গ্রামে বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঝাপান খেলার আয়োজন করে মহল্লাবাসি। এ সময় ঝাপান খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে আগত শিশু বৃদ্ধ,নারী-পুরুষসহ সব বয়সের মানুষ ভীড় করে। ঝাপান খেলাকে ঘিরে এ সময় সৃষ্টি হয় উৎসবের আমেজ। প্রায় অর্ধশতাধিক সাপ নিয়ে ৩টি সাপুড়ে দল অংশ নেয় এই ঝাপান খেলায়। সাপুড়ের গান ও নাচের তালে তালে সাপের নাচ দেখে মুগ্ধ হয় বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা আগত দর্শক শ্রোতা। গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। ঝাপান খেলায় প্রথম বিজয়ী হয় জেলার শৈলকুপা উপজেলার চাঁনপুর এলাকার লিটন সাপুড়ে।
তেল কম দেওয়ায় দুই পাম্পকে জরিমানা
ঝিনাইদহ :: ঝিনাইদহে মাপে কম দেওয়ায় দুই তেল পাম্পকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ঝিনাইদহ র্যাব-৬’র যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় ঝিনাইদহের ইউসুফ ফিলিং স্টেশন ও কালীগঞ্জ উপজেলার মোচিক সমবায় ফুয়েল সার্ভিসকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক ও ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার শরিফুল আহসান উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল জানান, তেল কম দেওয়ার অপরাধে দুই পাম্প ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও তেল সরবরাহ করা মেশিন ঠিক করে দেওয়া হয়েছে।
ঝিনাইদহ পৌরসভায় নৌকার প্রার্থিতা বৈধ ঘোষনা করে তফসিল ঘোষণার নির্দেশ প্রদাণ
ঝিনাইদহ :: ঝিনাইদহ পৌরসভা নির্বাচনের লক্ষ্যে আগামী অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে তফসিল ঘোষণার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ঝিনাইদহ পৌরসভার ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবদুল খালেকের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা ও অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। গত ১২ জুন আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঝিনাইদহ পৌরসভার ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবদুল খালেকের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থীর প্রচারে বাধা দেওয়া ও সমর্থকদের আক্রমণ করায় তার প্রার্থিতা বাতিল করা হয়। পরে ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। গত ১৫ জুন এ পৌরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান নির্বাচনের স্থগিত নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে পাঠান।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সাফল্যে চুরি হওয়া ২৮ মোবাইল উদ্ধার
ঝিনাইদহ :: ঝিনাইদহ পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ২৮টি চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার উদ্ধারকৃত এসব ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ উপলক্ষ্যে ঝিনাইদহ পুলিশ সুপার অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজ মুনতাসিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উদ্ধারকৃত ২৮টি ফোন মালিকদের কাছে হস্তান্তর করেন। এ সময় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেলসহ সাইবার ক্রাইম ইউনিটের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। মোবাইল ফোন বিতরণকালে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, খুলনা রেঞ্জের ডিআইজি ডঃ খন্দকার মহিদ উদ্দিন, বিপিএম বার এর নির্দেশনায় ঝিনাইদহ জেলায় একটি সাইবার ক্রাইম ইউনিট গঠিত হয়। এই ইউনিট সাইবার অপরাধ দমনে সাইবার অপরাধ সম্পর্কিত বিভিন্ন কাজ করে থাকে। তারই অংশ হিসেবে জুলাই মাসে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ২৮ টি মোবাইল ফোন উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ছয় লাখ ত্রিশ হাজার টাকা।
ডাকবাংলা থেকে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ি আটক
ঝিনাইদহ :: ১১ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের ডাকবাংলা এলাকায় ৪কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়িকে আটক করেছে র্যাব-৬, (সিপিসি-২) ঝিনাইদহ র্যাব ক্যাম্প। র্যাব-৬, (সিপিসি-২) ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, ঝিনাইদহ জেলার সদর থানার ত্রিমোহনী ডাকবাংলা বাজার এলাকায় চুয়াডাঙ্গা টু ঝিনাইদহগামী মহাসড়কের উপর উত্তর নারায়ণপুর গ্রামের নোয়াব আলীর ছেলে হাবিবুর রহমান (২৬)কে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা, ১টি মোবাইল এবং ২টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। পরে জব্দকৃত আলামত ও আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।
কালীগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদবা গ্রামে পারুল খাতুন (৪৫) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর তার স্বামী মতিয়ার রহমান পলাতক রয়েছে। বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। রাতে বাকবিত-ার এক পর্যায়ে স্ত্রী পারুলকে পিটিয়ে গুরুতর আহত করে মতিয়ার রহমান। এতে ঘটনাস্থলেই মারা গেলে পালিয়ে যায় মতিয়ার রহমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত পারুলের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেশী হযরত আলী ও আলম হোসেন জানান, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই সংসারের ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হতো। পারিবারিক কলহের জেরেই গভীর রাতে পারুল বেগমকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, মরদেহ থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।