শনিবার ● ১৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » মিরসরাইয়ে দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-২
মিরসরাইয়ে দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-২
আকতার হোসেন, (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে দেশীয় তৈরি ১০০ লিটার চোলাই মদ সহ ২ জনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) রাত পৌনে দশটার দিকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৪ নং ধুম ইউনিয়নস্থ শান্তির হাট বাজারে অবস্থিত গৌরচান পালের ফার্নিচার দোকানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, ৪ নং ধুম ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মধ্যম ধুম গ্রামের পাল বাড়ির মৃত রাজ কুমার পালের পুত্র গৌরচান পাল (৫৫) ও একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উত্তর ধুম এলাকার মৃত ইদ্রিস মিয়ার পুত্র নাছির উদ্দিন (৫০)।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুম ইউনিয়নস্থ শান্তির হাট বাজারে অবস্থিত গৌরচান পালের ফার্নিচারের দোকানে এসআই নাফিজ, এএসআই তরুণ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে দোকানে মজুদ রাখা ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ দু’জনকে আটক করা হয়। এবিষয়ে মাদকের মামলা (নং-৭) দায়ের করে আটককৃত আসামিদেরকে শুক্রবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।
মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মিরসরাই :: মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ মুজাহিদ নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লুদ্দাখালী গ্রামের ছুফির বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে। মারা যাওয়া মোহাম্মদ মুজাহিদ ওই বাড়ির মাওলানা মেজবাহ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মুজাহিদ উঠানে খেলা করছিল। এ সময় সবার অজান্তে সে ঘরের পাশে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পাশে পুকুরে তার নিথর দেহ ভেসে ওঠে।
সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ঝুলনপুল বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আসর নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা শিশু মুজাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।