রবিবার ● ১৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » কুষ্টিয়াকে আর কত নীচে নামাবে চাল রশিদ জনমনে প্রশ্ন
কুষ্টিয়াকে আর কত নীচে নামাবে চাল রশিদ জনমনে প্রশ্ন
কে এম শাহীন রেজা,কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: সাংস্কৃতিক জনপদ কুষ্টিয়াকে কলংকিত করেছে আব্দুর রশিদ ওরফে চাল রশিদ। রবীন্দ্র, লালন, কাঙাল হরিনাথ, মীর মশাররফের কুষ্টিয়াকে জঙ্গির তকমা লাগিয়েছে রশিদ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, র্যাবের মহাপরিচালক শীর্ষ জঙ্গী শায়খ রহমান সহ তার সহযোগিদের গ্রেফতার করতে হেলিকপ্টার নিয়ে অভিযান চালিয়েছিলেন আইলচারায় রশিদের চাল মিলে। সারাদেশবাসী সেদিন যেনেছে কুষ্টিয়ায় জঙ্গিদের শেল্টার রয়েছে। এটি এই জেলার জন্য অত্যান্ত লজ্জাজনক অধ্যায়। এদিকে হাইকোর্টের আদেশ অমান্য করে আওয়ামীলীগ ঘরানার শিল্পের মালিককে রাতারাতি পথে বসিয়ে অবৈধভাবে দখলে নিয়েছে ভিআইপি অটো রাইস মিল ও ভিআইপি অটো ফ্লাওয়ার মিলসহ স্থাবর অস্থাবর সকল সম্পত্তি। উন্নয়ন ও সাংস্কৃতিক মনোস্ক জনবান্ধব জেলা প্রশাসক ও পুলিশ সুপার হাইকোর্টের কাঠগড়ায় দাঁড়ানোর ব্যবস্থা করেছে। যা দেশের শীর্ষ গণমাধ্যমের শিরোনাম হয়েছে। কুষ্টিয়াকে আরও একবার প্রশ্নবিদ্ধ করলেন আইলচারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা বিএনপির কোষাধ্যক্ষের ভাই আব্দুর রশিদ। দফায় দফায় রাতারাতি চাউলের মূল্য বৃদ্ধি করে সরকারকে বিব্রত করেন চাল রশিদ। বিশেষ করে জাতীয় ও ইউপি নির্বাচনের মধ্যে হঠাৎ করে চাউলের মূল্য বৃদ্ধি করে ভোটারদের সরকারের বিরুদ্ধে বিষিয়ে তুলেছিলেন। কেন তিনি বার বার কুষ্টিয়াকে নিচে নামাচ্ছেন? এর পেছনে তার অন্য কোন ষড়যন্ত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা দরকার বলে মনে করছেন সচেতন মহল।