শনিবার ● ২০ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল
নবীগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ১৭ আগষ্ট বুধবার বেকেল ৪ টায় নবীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃব্ন্দ।
বিক্ষোভ মিছিলটি নবীগঞ্জ শহরের জেকে মডেল উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,সাবেক সাধারন সম্পাদক আবু সিদ্দিক, যুগ্নসাধারন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল,কাজী ওবায়দুল কাদের হেলাল,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ প্রমূখ।
এছাড়াও উপজেলা ও প্রতিটি ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
সমাবেশে বক্তারা ২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি আগামী ২০২৩ সালের সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
বাংলাদেশ খাদ্যে এখন স্বয়ংসম্পন্ন,কারো কাছ থেকে খাদ্য আমদানী করতে হয় না
নবীগঞ্জ :: হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি বলেছেন,জননেত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। এদেশে কেউ না খেয়ে থাকতে হবে না। খাদ্যের দিক দিয়ে আমরা এখন স্বয়ংসম্পন্ন । কারো কাছ থেকে খাদ্য আমদানী করতে হয় না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বর দেশ এখন উন্নয়নের রোল মডেল। তাই উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
১৮ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় নবীগঞ্জ উপজেলা খাদ্য গুদামের সমানে ও সদর ইউনিয়নে ১৩৫ জন দুঃস্থ পরিবারের মাঝে জনপ্রতি ৬০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করার সময় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ (মিলাদ গাজী) এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গতি গৌবিন্দ দাশ।
এসময় উপস্থিত ছিলেন,সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উমেদ আলী , মাওলানাঃ নুরুল হক, সংরক্ষিত মহিলা মেম্বার হামিদা খাতুন, শাহিনুর মিয়া,মহিউদ্দিন,আবুল মিয়া,আসাদ চৌধুরী প্রমুখ।
নবীগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী পালন
নবীগঞ্জ :: সারাদেশের ন্যায় নবীগঞ্জেও হিন্দু ধর্মের অন্যতম উৎসব পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে। ১৯ আগষ্ট শুক্রবার সকাল ৯ টায় নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গন থেকে ভহবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ সহস্রাধিক হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দ বিভিন্ন রাজনৈতিক নের্তৃবৃন্দ,সামাজিক,ধর্মীয় সংগঠনের নের্তৃবৃন্দসহ বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় গোবিন্দ জিউড় আখড়ায় এসে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়। নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় সেবায়েত সুদাম বৈষ্ণব ও লক্ষী বৈষ্ণবীরসেবা ও পুজাঅর্চনা এবং জন্মাণ্টমী উদযাপন কমিটির আহবায়ক সাধন চন্দ্র দাশের সার্বিক পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জলো আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, আখড়া কমিটির সাবেক সভাপতি সুবিনয় কর, ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা পুজা উদযাপন কমিটির সহ সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্য,রঙ্গলাল রায়, বিকাশ রায়, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা,যুগ্ম সম্পাদক গৌতম কুমার রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল,পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি পৌর কাউস্নিলর বাবুল চন্দ্র দাশ,সাধারন সম্পাদক কর্নমনি দাশ, উপজেলা লোকনাথ সেবা সংঘের সভাপতি সুখেন্দু পুরকায়স্থ, ইসকন মন্দিরের সাধারন সম্পাদক পৌর কাউস্লিলর যুবরাজ গোপ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিপুল চন্দ্র দেব,সাধারন সস্পাদক প্রানেশ দেব, আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর,পৌর কাউস্নিলর ফজল আহমদ চৌধুরী,উপজেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নীলকণ্ট দাশ সামন্ত নন্টী,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংহঠনিক রত্নদীপ দাশ রাজু, মৃনাল কান্তি রায় মিনু,অরবিন্দু বনিক,পবিত্র বনিক, অঞ্জন পুরকায়স্থ,রঞ্জু দাশ,প্রজেশ রায় নিতন,, প্রমথ চক্রবর্ত্তী বেনু, রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু, লিটন দেবনাথ, অমলেন্দু সুত্রধর,হরিপদ দাশ,পিন্টু রায়,নিতেশ দাশ,বাবলু দাশ, রিন্টু দাশ,বিপুল দাশ সহ সহস্রাধিক লোকজন অনুষ্টানে গোবিন্দ জিউড় আখড়ায় উপস্থিত ছিলেন। মঙ্গল শোভাযাত্রায়,উপজেলা ও পৌ পুজা উদযাপনপরিষদ,উপজেলা ও পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ইসকন তিমিরপুর মন্দির গোবিন্দ জিউড় আখড়া কমিটি,উপজেলা সৎসঙ্গ,লোকনাথ সেবাসংঘ,রবিদাস সংঘসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে লোকজন অংশগ্রহন করেন।
নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু
নবীগঞ্জ :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে নানার বাড়ীতে বেড়াতে এসে পরিবারের সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে তাছলিয়া আক্তার (২) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে৷
জানাযায়, উপলেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামের মৃত দুলাল মিয়ার স্ত্রী পপি বেগম তার শিশু কন্যা তাছলিয়া আক্তারকে সাথে নিয়ে তার পিতার বাড়ী আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে বেড়াতে আসেন, গত সপ্তাহের দিকে৷ ২০ আগষ্ট শনিবার তিনি স্বামীর বাড়িতেও আবার ফিরে যাবার কথা ছিল বলে জানাগেছে৷
এরই মধ্যে ১৯ আগষ্ট শুক্রবার সকাল অনুমান সাড়ে ৯টার দিকে পরিবারের সকলের অগোচরে তার শিশুটি বাড়ির নিকটবর্তী পুকুরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়৷ একপর্যায়ে অনেক খোজাখুজির পরে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী মলয় চক্রবর্ত্তীর পিতার পরলোক গমন
নবীগঞ্জ :: নবীগঞ্জ থানার শিবপাশা ( ঠাকুরপাড়া) গ্রামের প্রাক্তন ব্যবসায়ী ও মেসার্স মিলন মেডিকেল হলের প্রতিষ্টাতা মলয় চক্রবর্ত্তীর পিতা শ্রী গঙ্গেশ চক্রবর্ত্তী গত ১৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে উনার নিজ বাড়িতে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,পুত্র,কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গঙ্গেশ চক্রবর্ত্তীর মৃত্যুতে নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সস্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সস্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলসহ অন্যান্য নের্তৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেনা জানান।