শনিবার ● ২০ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » আত্রাইয়ে ভাই ভাই হোটেল রেস্টুরেন্ট মালিককে জরিমানা
আত্রাইয়ে ভাই ভাই হোটেল রেস্টুরেন্ট মালিককে জরিমানা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিককে ১৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এ বিষয়ে বিচারক বলেন, বাইরে চাকচিক্য সাজিয়ে ভিতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫হাজার টাকা জরিমানা করা হয়।