রবিবার ● ২১ আগস্ট ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতের মদদে ক্ষমতায় টিকে থাকার কথা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী সত্য উচ্চারণ করেছেন : সাইফুল হক
ভারতের মদদে ক্ষমতায় টিকে থাকার কথা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী সত্য উচ্চারণ করেছেন : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পররাষ্ট্রমন্ত্রীকে সত্য প্রকাশ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন ভারত সরকারের মদদে বর্তমান সরকার যে ক্ষমতায় আছে ও আগামীতেও তারা যে ক্ষমতায় টিকে থাকতে চান পররাষ্ট্রমন্ত্রী তাও পরিস্কার করে দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী এটা বলে তার সরকারের অবস্থানও স্পষ্ট করে দিয়েছেন যে ” শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করার দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি”।
তিনি বলেন, দেশের মানুষের ভোটে বা সমর্থনে নয়, তারা যে বৃহৎ প্রতিবেশীর প্রতি অনুগত থাকার কারণেই ক্ষমতায় টিকে আছেন তাও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে বেরিয়ে এসেছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, পররাষ্ট্রমন্ত্রী এটাও জানিয়েছেন যে, ভারতের চরম হিন্দুত্ববাদী ও সাম্প্রদায়িক মোদি সরকারকে খুশী রাখতে বাংলাদেশ সরকার বিজেপি নেত্রী নুপুর শর্মার ইসলাম বিদ্বেষী বক্তব্যেরও কোন প্রতিবাদ জানাতে পারেনি।স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে এটা আমাদের জন্য চরম লজ্জার ও অবমাননাকর।
তিনি বলেন, বর্তমান মজুরিতে শ্রমিকদের সাত দিন চলাও কঠিন। তিনি বলেন, বাজারের আগুনে শ্রমজীবী মেহনতী মানুষ পুড়ে মরছে। তিনি অনতিবিলম্বে গারমেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরি ২০ হাজার হাজার টাকা নির্ধারণের দাবি জানান।
তিনি শ্রমিকদের জন্য দ্রুত মহার্ঘ ভাতা ও রেশন ব্যবস্থা চালু করারও আহবান জানান।
আজ সকালে আশুলিয়ার নরসিংহপুরে অনুষ্ঠিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির বর্ধিত সভায় উপরোক্ত বক্তব্য রাখেন।
শিল্পাঞ্চল কমিটির সভাপতি অরবিন্দু বেপারি বিন্দুর সভাপতিত্বে এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান,কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন, নাঈম খান,মোহাম্মদ আওয়াল ও খোরশেদুল ইসলাম।