রবিবার ● ২১ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » মিরসরাইয়ে উমরাহ বিষয়ক প্রশিক্ষণ
মিরসরাইয়ে উমরাহ বিষয়ক প্রশিক্ষণ
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে উমরাহ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ আগষ্ট) সকালে আল হাতিম হজ্জ কাফেলা ফেনী’র উদ্যোগে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার গ্রীণ পার্ক রেষ্টুরেন্টে উক্ত প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আল হাতিম হজ্জ কাফেলার চেয়ারম্যান এডভোকেট আমিনুল হকের সভাপতিত্বে এবং অধ্যক্ষ এস.এম মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় উমরাহ হজ্জ কাফেলা সম্পর্কে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা সাইফুল ইসলাম মুজাদ্দেদী, মাওলানা মুখতার আহমদ, আল হাতিম হজ্জ কাফেলার পরিচালক মুফতি মাওলানা জসিম উদ্দিন, হজ্জ কাফেলার প্রধান দায়িত্বশীল ও বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।
দোয়া পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব।
উমরাহ গমণ সম্পর্কে প্রশিক্ষন প্রদান করেন আল হাতিম হজ্জ কাফেলা’র পরিচালক ও মুয়াল্লিম হেলাল শাহাদাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূইয়া, আল আমিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মাওলানা শফিকুর রহমান জাহাঙ্গীর, ডাক্তার আহমদ সোবহান, পুলিশ কর্মকর্তা (অবঃ) বেলায়েত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ইসমাইল, বারইয়ারহাট মেট্রো ট্রাভেলসের স্বত্বাধিকারী আরিফুল ইসলাম, ভূইয়া ট্রাভেলসের স্বত্বাধিকারী জাহেদুল ইসলাম, আস সুন্নাহ ট্রাভেলসের স্বত্বাধিকারী সালমান ফারসি, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল করীম দাউদ, বালুটিলা আইডিয়াল একাডেমির অধ্যক্ষ জয়নাল চৌধুরী, মিঠাছড়া শখ কসমেটিকস’র স্বত্বাধিকারী মেহেদী হাসান ও সংবাদ কর্মী আকতার হোসেন।
উক্ত উমরাহ হজ্জ কাফেলার প্রধান দায়িত্বশীল ও বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী বলেন, আমি সহ মোট ৩ জন দায়িত্বশীল এর নেতৃত্বে মোট ৪৪ জনের কাফেলা নিয়ে পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে আগামী ২৯ আগষ্ট মক্কার ফ্লাইটে রওয়ানা দেওয়া হবে। এজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল মান্নান।
উমরাহ বিষয়ক প্রশিক্ষণ ও দোয়া অনুষ্ঠানে হজ্জ কাফেলার সদস্য ও বারইয়ারহাট বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।