রবিবার ● ২৭ জুন ২০২১
প্রথম পাতা » রাজধানী » মহামারী মোকাবেলায় যুদ্ধকালীন সময়ের মত সর্বাত্মক পদক্ষেপ নিন
মহামারী মোকাবেলায় যুদ্ধকালীন সময়ের মত সর্বাত্মক পদক্ষেপ নিন
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির জরুরী ভার্চুয়াল সভায় নেতৃবৃন্দ বলেছেন, লকডাউন নিয়ে সরকারের সমন্বয়হীন পরস্পরবিরোধী সিদ্ধান্ত মানুষের জীবন-জীবিকা নিয়ে ছেলেখেলায় পর্যবসীত হয়েছে। মহামারীজনীত পরিস্থিতিতে সরকারের একের পর এক উদ্ভট সব পদক্ষেপ ও সিদ্ধান্ত কোটি কোটি মানুষের জীবনে চরম দুর্ভোগ ডেকে নিয়ে এসেছে। নীতি-নির্ধারণী সিদ্ধান্তসমূহ কারা কিভাবে নেয় এটা নিয়েও গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। সরকারের সমন্বয়হীনতার এই চিত্র তাদের লেজে- গোরে অবস্থারই প্রতিফলন। এতে সংশয় জাগে এক সরকারের মধ্যে অনেকগুলো সরকার কাজ করছে না। জবাবদিহীতার কোন ব্যবস্থা না থাকায় যখন খুশী তখন তাই ঘোষণা দেয়া হচ্ছে।
সভার নেতৃবৃন্দ বলেন, একদিকে বলা হচ্ছে সর্বাত্মক লকডাউন, আবার অন্যদিকে গার্মেন্টসসহ ক্ষমতাবানদের কলকারখানা খোলা রাখার পাঁয়তারা পরস্পরবিরোধী। নেতৃবৃন্দ বলেন, লক্ষ লক্ষ মানুষকে অভুক্ত রেখে লকডাউন-শাটডাউন কোনটাই কাজে আসবে না। মানুষকে ঘরে রাখতে হলে কয়েক কোটি শ্রমজীবী- মেহনতি মানুষ ও দিনমজুরদের কাছে খাদ্য ও নগদ অর্থ পৌঁছানো নিশ্চিত করতে হবে। ক্ষুধার্ত পেট লকডাউন বুঝবে না। তারা বলেন, মহামারী মোকাবেলায় সরকারের গাছাড়া ঢিলেঢালা মনোভাবের জন্যই আজ সংক্রমনের ভয়াবহ বিস্তার ঘটছে। ব্যবসায়ী আর কমিশন ভোগীদের ফাঁদে পড়ে টিকা আমদানীতেও তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে।
সভায় নেতৃবৃন্দ মহামারী দুর্যোগ মোকাবেলায় যুদ্ধকালীন সময়ের মত প্রস্তুতি, ক্ষিপ্রতা নিয়ে কার্যকরি সমন্বিত পদক্ষেপ নেবার দাবী জানান। তারা সশস্ত্র বাহিনীর মেডিকেল কোরের উদ্যোগে অধিক ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে ফিল্ড হাসপাতাল তৈরীসহ প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ভার্চুয়াল মিটিং এ বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, সজীব সরকার রতন, নির্মল বড়ুয়া মিলন, মাহমুদ হোসেন, স্নিগ্ধা সুলতানা ইভা, অরবিন্দু বেপারী বিন্দু ও কেন্দ্রীয় সংগঠক ইমরান হোসেন।
সভায় অন্যান্য বিষয়ের মধ্যে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত পার্টির সাংগঠনিক সম্মেলন নিয়ে আলোচনা করা হয়।
সভায় সিপিবি নেতা ক্ষেতমজুর সমিতির প্রাক্তন সভাপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী মুক্তিযোদ্ধা এডভোকেট জেয়াদ আল মালুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।