বুধবার ● ২৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে ৯০ লক্ষ টাকার হেরোইনসহ আটক-১
সিরাজগঞ্জে ৯০ লক্ষ টাকার হেরোইনসহ আটক-১
সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জের সলঙ্গায় ৯ শত গ্রাম হেরোইনসহ ১ জন শীর্ষ মাদক কারবারী আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
মঙ্গলবার (২৩ আগষ্ট) বিকেলে গোপন সাংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় নেছারিয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে আনুমানিক মূল্য ৯০ লক্ষ টাকার ৯ শত গ্রাম হেরোইন সহ ১ জন মাদক কারবারী গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক কারবারী চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার আমনুরা লক্ষীপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৩)।
বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান,গোপন সাংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় নেছারিয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে আনুমানিক মূল্য ৯০ লক্ষ টাকার ৯ শত গ্রাম হেরোইন সহ ১ জন মাদক কারবারী গ্রেফতার করা হয়।
এছাড়াও তাহার নিকট হইতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ও নগদ ৪ হাজার ৫ শত ৪৪ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।