সোমবার ● ১২ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে বালতির পানিতে ডুবে ১৪মাস বয়সের এক শিশুর মৃত্য হয়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত সামিয়া আক্তার চৌংড়াছড়ির বাসিন্দা আবুল কাশেমের মেয়ে।
স্থানীয়রা জানান, সামিয়া আক্তার খেলতে খেলতে মা-বাবার অজান্তে বাড়ির উঠোনে থাকা পানি ভর্তি বালতিতে পড়ে যায়। তখন শিশু সামিয়ার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। পরে শিশুটিকে বালতির পানিতে ডুবে থাকা অবস্থায় পাওয়া যায়।
পরে স্থানীয়দের সহযোগীতায় মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মহালছড়ি থানার ওসি হারুন অর রশিদ বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেন। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।