মঙ্গলবার ● ১৩ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়দেবপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ক ওয়ার্কশপ
জয়দেবপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ক ওয়ার্কশপ
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন গাজীপুর জেলা শাখার আয়োজনে সরকরী প্রাথমিক বিদ্যালয় হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় জয়দেবপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন গাজীপুর জেলা শাখা কার্যালয়ে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের গাজীপুর জেলা কমিশনার যোবেদা আখতারের সভাপতিত্বে ও এসোসিয়েশনের জেলা শাখার সদস্য তানিয়া আক্তারের সঞ্চালনায় ওয়ার্কশপে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন, গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার গুলশান আরা, জয়দেবপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বলা রাণী সাহা, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক কোষাধ্যক্ষ রাহেলা খানম, ওয়ার্কশপে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, ছেলে ধরা সম্পর্কে সচেতনা বৃদ্ধি, শিশুদের পড়ার প্রতি মনযোগী হওয়া, শিশু পাচার, স্যানিটেশন, ব্যক্তিগত স্বাস্থ্য পরিচ্ছন্নতা/শিশুর প্রতি সহিংহতা প্রতিরোধ বিষয় সমূহের উপর আলোকপাত করেন গাজীপুর জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মোঃ নূরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, গাজীপুর জেলার হলদে পাখি কার্যক্রমকে আরো বেগবান করার জন্য সকলই সচেষ্ট হবেন।
এসময় ওয়ার্কশপে এসোসিয়েশনের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জয়দেবপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুফিয়া সুলতানা, এসোসিয়েশনের স্থানীয় কমিশনার ও কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার আক্তার, জাতীয় মহিলা সংস্থার গাজীপুর শাখার চেয়ারম্যান ও জয়দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন্নেছা, এসোসিয়েশনের জেলা শাখার সদস্য ও জেলা পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা আক্তার সহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ২৫ জন, হলদে পাখি ৩০ জন ও গাইডস সদস্য ১৫ জন উপস্থিত ছিলেন।