শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » আত্রাইয়ে পাবলিক ডেভেলপমেন্ট পার্টনারশীপ কর্মশালা অনুষ্ঠিত
আত্রাইয়ে পাবলিক ডেভেলপমেন্ট পার্টনারশীপ কর্মশালা অনুষ্ঠিত
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে পাবলিক প্রাইভেট ডেভেলপমেন্ট পার্টনারশীপ এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (১৪ সেপ্টেম্বর) দিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। কর্মশালায় আইডিই বাংলাদেশ ও স্যানমার্কএস।। প্রকল্প পরিচিতি এবং প্রকল্প কার্যাবলীর অগ্রগতি প্রজেক্টারর মাধ্যমে উপস্থাপন করেন স্যানমার্কএস।। প্রকল্প আইডিই বাংলাদেশ নওগাঁর ফিল্ড টিম লিডার মোল্লা সাবিহা সুলতানা। অনুষ্ঠান পরিচিতি উপস্থাপন করেন স্যানমার্কএস।। প্রকল্প আইডিই বাংলাদেশ নওগাঁর সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার বিপ্লব বসাক। এতে প্রযুক্তি পরিচিতি তুলে ধরেন আরএফএল কোম্পানী ও ল্যাট্রিন উৎপাদনকারী আত্রাইয়ের প্রতিনিধিবৃন্দ। কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সেনেটারী প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি অংশ গ্রহণ করেন।