শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিরোধী দলসমূহের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশন ঘোষিত রোড়ম্যাপ গ্রহনযোগ্য নয়
বিরোধী দলসমূহের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশন ঘোষিত রোড়ম্যাপ গ্রহনযোগ্য নয়
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন বিরোধী দলসমূহের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের যে রোড়ম্যাপ ঘোষণা করেছে তা গ্রহণযোগ্য নয়। সকল বিরোধী দল যেখানে জাতীয় নির্বাচনে ইভিএম পদ্ধতিকে প্রত্যাখ্যান করেছে সেখানে ভোটারদের উপর স্বেচ্ছাচারীভাবে ইভিএম চাপিয়ে দেয়ার তৎপরতা প্রমাণ করে তারা সরকারি দলের হয়েই কাজ করছেন।এই সম্পর্কে রাজনৈতিক দলসমূহের বক্তব্যকে তারা বিকৃত ও পরিবর্তন করেছেন, যা বিস্ময়কর ও অপরাধতুল্য।
তিনি বলেন, যেখানে বাস্তবে গোটা নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতাই নেই, সেখানে নির্বাচন কমিশনের বিতর্কিত নানা পদক্ষেপ নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতাকে পুরোপুরি তলানিতে নিয়ে গেছে।তিনি বলেন, সরকার ও সরকারি দলের এজেন্ডা বাস্তবায়ন নির্বাচন কমিশনের কাজ নয়।
তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন এভাবে যদি চলতে থাকে তাহলে তাদেরকেওব বিদায় দেয়া ছাড়া দেশবাসীর আর কোন পথ থাকবে না।
সভায় তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন,নির্বাচন যত এগিয়ে আসছে সরকার ও সরকারি দল ততই সহিংস ও সন্ত্রাসী পথ অবলম্বন করছে।পরিকল্পিতভাবেই রাজনীতিকে তারা সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ সভা সমাবেশেও তারা হামলা আক্রমণ করছে।তিনি সরকার ও সরকারি দলের এই সন্ত্রাসী কর্মকান্ড অবিলম্বে বন্ধ করার আহবান জানান।
একইসাথে তিনি জনগণকে ঐক্যবদ্ধ করে সকল সন্ত্রাসী তৎপরতা মোকাবেলা করে জনগণের অধিকার ও মুক্তি নিশ্চিত করতে রাজপথে ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করারও ডাক দেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বিকালে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টি ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কামরুজ্জামান ফিরোজ, আবুল কালাম আজাদ, সালাউদ্দিন আহমেদ, জোনায়েদ হোসেন, মোসাম্মাত বিলকিস বেগম, সংগঠক ইফতেখার আহমেদ চৌধুরী, মোহাম্মদ রাব্বি আখন্দ প্রমুখ।
সভার শুরুতে পার্টির কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য সাইফুদ্দিন তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।